মৌলভীবাজার

অ্যাসিড নিক্ষেপের অভিযোগে যুবক কারাগারে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তরুণীর গায়ে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত লাল চান বাউরি উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরির ছেলে।

ওই তরুণীর ভাই জানান, লাল চান বাউরি দীর্ঘদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি বোনের ওপর ক্ষুব্ধ হন। ১৪ মে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে রান্না করার সময় লাল চান বাউরি বোনের গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। এতে বোনের ডান চোখ ও গাল পুড়ে যায়।

পরে তিনি থানায় অভিযোগ করলে সোমবার বিকেলে চান্দভাগ চা বাগানে অভিযান চালিয়ে লাল চান বাউরিকে আটক করে পুলিশ।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই তরুণী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

BNP committed to press freedom, Fakhrul reaffirms

He stressed that the BNP rejects all forms of coercion aimed at silencing dissent

1h ago