ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১

ঘূর্ণিঝড় মোখা
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের বাসারা আশ্রয় শিবিরে ঘূর্ণিঝড় মোখায় মৃত একজনকে দাফন করা হচ্ছে। ১৬ মে ২০২৩। ছবি: এএফপি

ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১-তে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তরা সহায়তার অপেক্ষায় আছেন।

আজ বুধবার সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম দি ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, অন্তত ৪৬ জন রাখাইন ও এর পার্শ্ববর্তী খুয়াং দকে কার রাজ্যে মারা গেছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভি জানিয়েছে, গত রোববার শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের উত্তরে বৌদ্ধ মন্দির ভেঙে পড়লে ১৩ জন প্রাণ হারান।

সিত্তের কাছে বু মা গ্রামের প্রধান কারলো সংবাদ সংস্থা এএফপিকে বলেন, 'মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অন্তত ১০০ জন নিখোঁজ আছেন।'

গতকাল সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাখাইন রাজ্যে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টনার রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুসারে সিত্তের কাছে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা তাদের জানিয়েছেন যে তাদের ঘরগুলো প্রায় বিধ্বস্ত হয়ে গেছে।

তারা আরও জানান, 'মৃতের সংখ্যা কয়েক শ হতে পারে।'

মিয়ানমারের সামরিক সরকারবিরোধী জাতীয় জোট সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের উপদেষ্টা অং কিয়াও মো টুইটারে বলেন, 'শুধু সিত্তে শহরেই মৃতের সংখ্যা ৪০০।' তিনি বিধ্বস্ত ভবনের ভিডিও পোস্ট করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

23m ago