আজ ঝড়-বৃষ্টি বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঝড়-বৃষ্টি বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
আজ বৃহস্পতিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ছবিটি আজ সকাল সাড়ে ৮টার দিকে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সুমন আলী/স্টার

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়। রাজধানী ঢাকায় একই সময়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় আজ বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিকে আবারো বৃষ্টি হতে পারে।

আজ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় দেশের সব জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোণায় ৮৯ মিলিমিটার। রাজধানীতে একই সময়ে বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তা কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে।'

আজ বিকেল বা সন্ধ্যায় রাজধানী ঢাকায় আবারো বৃষ্টি হতে পারে। তাছাড়া দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, তিনি যোগ করেন। 

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

1h ago