চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার মাঠে নেমে হারল বার্সা

এবারের লিগে এটি তাদের চতুর্থ হার, ঘরের মাঠে প্রথম।
ছবি: এএফপি

চলতি মৌসুমের স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার মাঠে নেমেই পা হড়কাল বার্সেলোনা। নিজেদের মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে ব্যর্থ হয়ে তারা মাঠ ছাড়ল খালি হাতে। কাতালানদের হারিয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে অনেকখানি এগিয়ে গেল রিয়াল সোসিয়েদাদ।

শনিবার রাতে ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হেরে গেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এবারের লিগে এটি তাদের চতুর্থ হার, ঘরের মাঠে প্রথম। চার ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা বার্সার পয়েন্ট ৩৫ ম্যাচে ৮৫।

গুরুত্বপূর্ণ জয় পাওয়া সোসিয়েদাদ আসরের পয়েন্ট তালিকার সেরা চারে থেকে মৌসুম শেষ করার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে আছে চার নম্বরেই। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান ভিয়ারিয়ালের। বার্সা ও সোসিয়েদাদের মধ্যবর্তী দুটি স্থানে রয়েছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭১। সমান ম্যাচে তাদের শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর অর্জন ৬৯ পয়েন্ট।

চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নামার উপলক্ষ রাঙাতে ব্যর্থ হলেও ম্যাচের পর উদযাপনে মাতেন বার্সেলোনার খেলোয়াড়-কর্মকর্তারা। তাদের সঙ্গে যোগ দেন ক্যাম্প ন্যুতে উপস্থিত ভক্ত-সমর্থকরা। কারণ, লা লিগার শিরোপা তুলে দেওয়া হয় বার্সাকে।

ছবি: এএফপি

ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মাঝমাঠের কাছে তাদের ডিফেন্ডার জুলস কুন্দে বল হারানোর পর আক্রমণে ওঠে সোসিয়েদাদ। আলেক্সান্দার সরলথের কাছ থেকে ডি-বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো।

গোল শোধে প্রচেষ্টা চালানোর বার্সার ফরোয়ার্ড ওসমান দেম্বেলের হেড ১৬তম মিনিটে রুখে দেন গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। ২৭তম মিনিটে স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি ছয় গজের বক্সে থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি। বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে।

প্রথমার্ধের বাকি সময়ে রাজত্ব করে সফরকারীরা। ২৯তম মিনিটে অ্যান্দার বারেনেতজিয়া সরাসরি মার্ক-আন্দ্রে টের স্টেগেন বরাবর শট মেরে সুযোগ নষ্ট করেন। দুই মিনিট পর মোহাম্মদ আলী-চোর নিচু শট পা দিয়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি বার্সার জার্মান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে ভীতি ছড়াতে পারছিল না বার্সেলোনা। বরং সোসিয়েদাদ ব্যবধান দ্বিগুণ করার সম্ভাবনা জাগাতে থাকে। তারা সফলতা পায় ম্যাচের ৭২তম মিনিটে। মার্তিন জুবিমেন্দির পাসে টের স্টেগেনকে পরাস্ত করেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড সরলথ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফেরান তরেসের ক্রসে হেড করে জাল খুঁজে নেন লেভানদভস্কি। চলতি লা লিগায় পোলিশ স্ট্রাইকারের এটি ২২তম গোল। আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। ১৭ গোল নিয়ে দুই অবস্থান করছেন রিয়ালের করিম বেনজেমা।

বার্সা ব্যবধান কমালে নাটকীয় কিছু ঘটার ইঙ্গিত মেলে। তবে যোগ করা পাঁচ মিনিট সময়ে তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে এবারের লিগে ঘরের মাঠে প্রথম হারের তিক্ত স্বাদ নিতে হয় কোচ জাভির দলকে।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago