অনুদানের ২০ লোকোমেটিভ মঙ্গলবার হস্তান্তর করবে ভারত

লোকোমোটিভ, ভারত, বাংলাদেশ রেলওয়ে,
প্রতীকী ফাইল ছবি, স্টার

বাংলাদেশের দীর্ঘদিনের লোকোমোটিভ সংকট নিরসনে আগামীকাল বাংলাদেশকে অনুদানের ২০টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করবে ভারত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামীকাল বিকেল ৪টায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি দুই দেশের রেলমন্ত্রী যোগ দেবেন।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত এই রেল ইঞ্জিন সরবরাহ করতে সম্মত হয়।

এ নিয়ে গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে লোকোমোটিভ দিচ্ছে ভারত।

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে ভারত ১০টি লোকোমোটিভ দিয়েছিল।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

16m ago