দলীয় কার্যালয়ে দেখা গেল মুরাদ হাসানকে
আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মো. মুরাদ হাসানকে এই প্রথম জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেখা গেল।
শনিবার বিকেলে সরিষাবাড়ীতে যুবলীগ আয়োজিত 'শান্তি সমাবেশে' বক্তব্যও দেন তিনি। তিনি তার বক্তব্যে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেন।
নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় ২০২১ সালের ডিসেম্বর মাসে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুরাদ হাসান। সেসময় তাকে দলীয় পদ থেকেও বহিষ্কার করা হলেও এ বছরের জানুয়ারি মাসে তাকে দল থেকে ক্ষমা করা হয়।
মুরাদ হাসান দলীয় কার্যক্রমে অংশগ্রহণের অনুমিত পেয়েছেন কিনা সে বিষয়ে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি দলীয় কার্যক্রমে অংশগ্রহণের এখনো অনুমতি পাননি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ডেইলি স্টারকে বলেন, মুরাদ হাসানের দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। তিনি আজ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেছে তা আমাদের নজরে এসেছে। এ বিষয়ে আমরা কথা বলব।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, মুরাদ হাসান এখনো জেলা আওয়ামী লীগের সাধারণ সদস্য। তাই দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে তার কোনো বাধা নেই।
Comments