বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত শহর
স্টার ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার দ্বিতীয়তে রয়েছে ঢাকা।

আজ সকাল ৮টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।

ইনডেক্সে ঢাকার স্কোর ১৬৯। তালিকায় ১৭০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও চিলির সান্তিয়াগো যথাক্রমে ১৬৩ ও ৫৬ একিউআই স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে বাতাসের মান 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে বাতাসের মান 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা মানুষের গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ইউএনবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। শহরটিতে বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

21h ago