লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

আজ সোমবার ভোরে কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় ৮৫৭ নাম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে।

নিহত ইউসুফ আলী (২৫) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহজামালের ছেলে।

জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, '১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন গরু আনার জন্য। সোমবার ভোরে ভারতের সরকারপাড়া এলাকা থেকে তারা গরু আনছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর গুলি ছোড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সোমবার সকালে বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।'

৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। 

এ ছাড়া নিহত বাংলাদেশির মরদেহ ফেরত পেতে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

2h ago