পুশইন করা ৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

ফেরত পাঠানো ৩ ভারতীয় নাগরিক। ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা তিন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার রাত ৮টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড় সীমান্তে ৮৫৩ নম্বর মেইন পিলারের পাশে ওই তিন ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

ওই তিন ভারতীয় নাগরিক হলেন—মুর্শিদাবাদের কালু মণ্ডলের ছেলে নাজিমুদ্দিন মণ্ডল (৪৪), আলী শেখের ছেলে মিনারুল শেখ (৪৮) এবং আজগর শেখের ছেলে আদিল শেখ (৩৫)।

৬১ বিজিবি ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার যুবায়ের রহমান জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ সদস্যরা তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

যুবায়ের বলেন, 'বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে বিএসএফকে জানাই। কিন্তু শুরুতে তারা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। পরে রোববার সকালে পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হলে বিএসএফ তাদের পরিচয় যাচাই করে এবং রাতেই ফেরত নেয়।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago