‘মিথ্যা প্রচারের’ অভিযোগে বরিশালে আ. লীগ নেতা বহিষ্কার

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল
স্টার ডিজিটাল গ্রাফিক্স

'মিথ্যা কথা প্রচার ও সংগঠনবিরোধী কাজের' অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য শরীফ আনিসুর রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার বিকেলে শরীফ আনিসুর রহমান তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, বরিশাল সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচনে নৌকার প্রার্থী ও তার চাচা খোকন সেরনিয়াবাতকে হারাতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩ কোটি টাকা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে দেওয়া শরীফ আনিসুর রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা তৈরি হয়।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে 'মিথ্যা কথা প্রচার ও সংগঠনবিরোধী কাজের' অভিযোগ এনে শরীফ আনিসুর রহমানকে রাতেই সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, শরীফ আনিসুর রহমান খোকন সেরনিয়াবাতের অনুসারী হিসেবে পরিচিত।

Comments