ইউক্রেনের সবশেষ হামলাটিও ব্যর্থ: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনীয় বাহিনী আবারও জাপোরিঝিয়া অঞ্চলে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘনের চেষ্টা করেছে। তবে মস্কোর সামরিক বাহিনী সেই হামলা প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনীয় বাহিনী আবারও জাপোরিঝিয়া অঞ্চলে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘনের চেষ্টা করেছে। তবে মস্কোর সামরিক বাহিনী সেই হামলা প্রতিহত করেছে।

আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হামলার ঘটনা আজ ভোরে ঘটে। এ হামলা চালিয়েছে ইউক্রেনের ৪৭তম যান্ত্রিক ব্রিগেডের বাহিনী। মোট দেড় হাজার সেনা এবং ১৫০টি সাঁজোয়া যান ছিল তাদের সঙ্গে।

শোইগু বলেন, রুশ বাহিনী শত্রুকে সময়মতো শনাক্ত করে ফেলে এবং কামান, বিমান ও ট্যাঙ্ক-রোধী অস্ত্র নিয়ে প্রতিরোধমূলক হামলা চালায়।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে থামিয়ে দেওয়া হয়। তারা পিছু হটে।

রুশ মন্ত্রী দাবি করেন, ২ ঘণ্টার যুদ্ধে ইউক্রেন ৩০টি ট্যাঙ্ক, ১১টি সাঁজোয়া যান এবং ৩৫০ জনের মতো সেনা হারায়।

`শত্রু বাহিনীর যারা এই কাজটির জন্য বিশেষভাবে প্রশিক্ষণ নিচ্ছিল, তারা কাজ সম্পাদন করতে ব্যর্থ হয়েছে', যোগ করেন শোইগু।

সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী ফ্রন্ট লাইন বরাবর বেশ কয়েকটি আক্রমণ চালানোর চেষ্টা করেছে, বিশেষ করে ডনবাসে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রতিটি হামলাই ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার শোইগু বলেছিলেন, ৩ দিনের সংঘর্ষের ফলে কিয়েভ ৩ হাজার ৭০০ সেনা এবং ৫০টিরও বেশি ট্যাঙ্ক হারিয়েছে। তার তথ্যমতে, একই সময়ে রাশিয়ার ৭১ জন নিহত, ২১০ জন আহত হয়েছে এবং ১৫টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

তবে `কিয়েভ বড় ধরনের হামলা চালাতে শুরু করেছে' এমন খবরকে ইউক্রেনের অনেক কর্মকর্তা স্পষ্টভাবে অস্বীকার করেছেন বলে জানিয়েছে আরটি।

Comments

The Daily Star  | English

Sea-level rise in Bangladesh: Faster than global average

Bangladesh is experiencing faster sea-level rise than the global average of 3.42mm a year, which will impact food production and livelihoods even more than previously thought, government studies have found.

1h ago