ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।
thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১ বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

নিহত জিন্নাত আলী (৫৫) ধর্মগড় চেকপোস্ট কলোনি এলাকার মফিজ উদ্দিনের ছেলে।   

লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ডেইলি স্টারকে বলেন, দুপুরে জিন্নাত আলী জগদল সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে কাঁটাতারের বেড়ার কাছে ৩৭৪ নম্বর পিলারের দিকে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের সদস্যরা তার দিকে গুলি চালান।   

তখন আশপাশে অবস্থানরত অন্যান্য বাংলাদেশিরা জিন্নাত আলীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

'প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন', যোগ করেন লেফটেন্যান্ট কর্নেল তানজির।

তিনি আরও বলেন, 'ঘটনার পরপরই বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এবং বিএসএফ কর্মকর্তাদের কাছে ফোন কলের মাধ্যমে নিরীহ বাংলাদেশির ওপর গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।'

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত একই সীমান্তের শূন্যরেখায় কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠকও চলছে বলেও জানান তিনি।

Comments