কার্যালয় তালাবদ্ধ, বারান্দায় অফিস করলেন নবাগত অধ্যক্ষ

ইসলামপুর সরকারি কলেজে অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ থাকায়, কক্ষের সামনে বারান্দায় বসে অফিস করেন নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ থাকায় বারান্দায় বসে অফিস করেছেন ইসলামপুর সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, সরকারিভাবে অধ্যক্ষ যোগদানের কোনো চিঠি না পাওয়ায় অধ্যক্ষের কক্ষ বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ জুন ড. ছদরুদ্দীন আহমদকে টাঙ্গাইলের সরকারি মুজিব কলেজ থেকে ইসলামপুর সরকারি কলেজে সংযুক্ত করা হয়। 

৮ জুন তিনি ইসলামপুর সরকারি কলেজে যোগ দেন। রোববার তিনি কলেজে উপস্থিত হলে অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ অবস্থায় পান। এ কারণে বারান্দায় বসে দাপ্তরিক কাজ পরিচালনা করেন তিনি।

নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারি নির্দেশ অনুযায়ী ৮ জুন অধ্যক্ষ হিসেবে কলেজে যোগ দিই। রোববার সকালে অফিসে গিয়ে  দেখি অধ্যক্ষের কক্ষে তালা। স্টাফরা জানান যে তালার চাবি হারিয়ে গেছে। তাই বাধ্য হয়েই বারান্দায় বসে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেছি।' 

ইসলামপুর কলেজের প্রতিষ্ঠা ১৯৭০ সালে। কলেজটিকে ২০১৮ সালের ৮ আগস্ট সরকারিকরণ করা হয়। 

বর্তমানে এ কলেজে অনার্সের ১২টি বিভাগ, মাস্টার্সের ৪টি বিভাগসহ ডিগ্রি, এইচএসসি, কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৮ হাজার শিক্ষার্থী ও ১২৮ জন শিক্ষক ৫৭ জন কর্মচারী রয়েছে। 

কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কর্মস্থলের বাইরে আছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

তবে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ যোগদানের অফিসিয়ালি কোনো চিঠি তিনি পাননি। 

অধ্যক্ষের অফিসকক্ষ বন্ধের বিষয়ে তিনি জানান, যেহেতু অধ্যক্ষ নেই সে ক্ষেত্রে অফিস কক্ষ বন্ধই থাকবে।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

5h ago