ফ্যামিলি কার্ডধারীরা ভর্তুকি মূল্যে ৫ কেজি চালও পাবেন: বাণিজ্যমন্ত্রী

‘১ কোটি ফ্যামিলি কার্ডধারী আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে ৫ কেজি চালও পাবেন’
জুন মাসের দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর কাছে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি আগামী মাস থেকে প্রথমবারের মতো ভর্তুকি মূল্যে ৫ কেজি করে চাল বিক্রি করবে।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে জুন মাসের দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, 'টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে ১ কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ভর্তুকি মূল্যে ৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানো হয়েছে, যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছে ন।

টিপু মুনশি বলেন, 'বৈশ্বিক পরিস্থিতি কারণে দেশে দ্রব্যমূল্যে কিছুটা ঊর্ধ্বগতি। তারপরও মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে।'

চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এই কাজ সম্পন্ন হলে যেকোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে।'

তিনি বলেন, 'ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকট তৈরি হয়েছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

1h ago