কনস্টেবল হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার রিপন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মতিঝিলে ২০১৩ সালে ফেব্রুয়ারিতে পুলিশ কনস্টেবল বাদল মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রিপন নাথ ঘোষকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) একটি দল টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানান।

কনস্টেবল বাদলকে হত্যার দায়ে চলতি বছরের ৬ জুন রিপনসহ ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি রিপনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কনস্টেবল বাদলকে শাহবাগ থেকে অপহরণ করে। পরে তাকে হত্যা করে লাশ টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ রোডে ফেলে দেয়।

আজ ব্রিফিংয়ে র‌্যাব পরিচালক বলেন, ২০১২ সালের শেষ দিকে মতিঝিল এলাকায় মাদকবিরোধী একটি অভিযানে রিপন ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। রিপন ২ মাস পর জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে বাদলকে গ্রেপ্তারের পেছনে সন্দেহ করে তাকে হত্যার পরিকল্পনা করে। কনস্টেবলকে হত্যার পরেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। কিন্তু তিনি জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রায়ই তিনি অবস্থান পরিবর্তন করতেন। পলাতক থাকা অবস্থায় তিনি বাসের হেলপার হিসেবে কাজ করতেন এবং মাদক ব্যবসা করতেন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago