সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার স্থগিত

সেন্ট্রাল হাসপাতাল। ছবি: সংগৃহীত

অপারেশন থিয়েটার এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটের সেবা মানসম্মত না হওয়ায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার স্থগিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

আজ শুক্রবার অধিদপ্তরের কর্মকর্তাদের একটি দল হাসপাতালটি পরিদর্শনের পর  কর্তৃপক্ষকে এ নির্দেশ দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. শেখ দাউদ আদনান আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্ট্রাল হাসপাতালকে সার্জারি স্থগিত রাখতে লিখিত আদেশ দেওয়া হয়েছে।

গত ৯ জুন এ হাসপাতালে সি-সেকশন সার্জারির সময় এক নবজাতকের মৃত্যু হয় এবং মায়ের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একটি আদালত এ হাসপাতালের ২ চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে।

ভুক্তভোগী মাহবুবা রহমান আঁখি বর্তমানে অপর একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন।

আঁখির স্বামী ইয়াকুব আলী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও মিথ্যাচারের অভিযোগ এনে গত বুধবার ধানমন্ডি থানায় মামলা করেন।

অভিযোগে বলা হয়, রোগী ও তার পরিবারকে সার্জারির আগে বলা হয়েছিল যে সংযুক্তা সাহা আঁখির অপারেশন করবেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের লিখিতে আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. সংযুক্তাকে হাসপাতালে সেবা দেওয়া হতে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া অন্যান্য নির্দেশের মধ্যে আছে-ভুক্তভোগীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করা, আইন অনুযায়ী রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কাছে পাঠানো।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago