কোন রহস্য আছে প্রহেলিকা’য়

এক ফ্রেমে প্রহেলিকার নির্মাতা-অভিনেতারা। ছবি: শেখ মেহেদী/স্টার

বোঝা কঠিন এমন প্রশ্নই হচ্ছে প্রহেলিকা। আবার এটাকে হেঁয়ালিও বলা চলে। সেই অর্থে এই শব্দটি রহস্যময়তার ইঙ্গিতও দেয়। তবে নির্মাতা চয়নিকা চৌধুরীর চলচ্চিত্র 'প্রহেলিকা'য় তিনি ঠিক কী দেখাতে চেয়েছেন, সেখানে কোন রহস্য রেখেছেন তিনি, তা বুঝতে সবাইকে প্রেক্ষাগৃহেই যেতে হবে।

এবার ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে প্রহেলিকা। এই সিনেমার মধ্য দিয়ে লম্বা বিরতি শেষে অভিনয়ে ফিরছেন নায়ক মাহফুজ আহমেদ। প্রহেলিকা'য় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মাহফুজ ও বুবলি।

সেইসঙ্গে সময়ের অন্যতম জনপ্রিয় ও মেধাবী অভিনেতা নাসির উদ্দিন খান 'জামশেদ' হয়ে রূপালি পর্দায় আসছেন প্রহেলিকা সিনেমায়। সম্প্রতি প্রহেলিকার একটি গান রিলিজ হয়েছে। সেখানে নাসির উদ্দিন খান ও বুবলিকে পারফর্ম করতে দেখা গেছে। দর্শকরাও মুগ্ধতার সঙ্গে নিয়েছেন গানটি। ।

এরও কয়েক মাস আগে রিলিজ হওয়া প্রহেলিকার আরেকটি গানে মাহফুজ ও বুবলির পারফরম্যান্সও সাড়া ফেলেছে সবার মাঝে।

প্রহেলিকার বিষয়ে নাসির উদ্দিন খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমায় আমার চরিত্রের নাম জামশেদ। প্রচণ্ড গান ভালোবাসি। শুটিংয়ের সময় নিজেকে নিজেকে কখনো কখনো ওস্তাদ ওস্তাদ মনে হয়েছে।'

নাসির উদ্দিন খানের ভাষ্য, 'এই সিনেমায় আমার অভিনয় দেখে দর্শকদের শিস বাজবে কিনা জানি না, তবে দর্শকদের মনে যে দোলা দেবে তা নিশ্চিত। এখানে আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করিনি।'

চলচ্চিত্রটিতে মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, অর্পা চরিত্র করেছেন বুবলি।

লম্বা বিরতি শেষে অভিনয়ে ফিরে প্রহেলিকা’য় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন মাহফুজ। ছবি: শেখ মেহেদী/স্টার

মনা চরিত্রে অভিনয় করে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মাহফুজ বলেন, 'মনা একটি অন্যরকম চরিত্র। এই চরিত্রটি প্রহেলিকায় অন্য মাত্রা যোগ করবে। আমি হ্যাপি চরিত্রটি করে।'

আর এ ব্যাপারে বুবলির ভাষ্য হলো, 'ছবির গল্প ও অর্পা চরিত্রটি কেমন তা জানার জন্য দর্শককে প্রেক্ষাগৃহে আসতে হবে। আমি কেবল এটুকু বলব যে এটি খুব শক্তিশালী একটি সিনেমা। এটা দর্শকদের ভালো লাগবে।'

আবার নিজে পরিচালক হলেও প্রহেলিকাকে এককভাবে কারও সিনেমা বলতে নারাজ নির্মাতা চয়নিকা চৌধুরী। তার মতে, প্রহেলিকায় এককভাবে কেউ হিরো নন। এখানে সবাই হিরো। কাউকে বাদ দিয়ে কিছু হবে না। সবাই এখানে ভালো করেছেন।'

এদিকে নাম প্রহেলিকা হলেও যেকেউ এই সিনেমা বুঝবেন বলে মন্তব্য করেন চয়নিকা। বলেন, 'সবার জন্য এই সিনেমা। ছবির গল্প তো শক্তিশালী অবশ্যই।'

অনেকগুলো গান আছে প্রহেলিকায়। পরিচালকের বক্তব্য, গান ও দৃশ্যধারণের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেননি তিনি। চমৎকার সব দৃশ্য আছে, লোকেশন আছে। প্রহেলিকা মানুষের মন জয় করবেই।

এই সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপুও প্রহেলিকায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। 'পরাণ' সিনেমাতে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। অপু বলেন, 'গল্পটাই এই সিনেমার আসল প্রাণ। আশা করছি এটি সব বয়সী দর্শকদের মন ছুঁয়ে যাবে।'

এ ছাড়া প্রহেলিকায় পর্দা ভাগ করা ২ গুরুত্বপূর্ণ অভিনেতা মাহফুজ আহমেদ ও নাসির উদ্দিন খান একে অপরের মূল্যায়ন হাজির করেছেন ডেইলি স্টারের কাছে।

নাসির উদ্দিন খান সম্পর্কে মাহফুজ আহমেদের মূল্যায়ন হলো, 'নাসির উদ্দিন খান একজন জাত অভিনেতা। তার সঙ্গে অভিনয় করে আমি মুগ্ধ।'

আর মাহফুজ আজমেদকে এদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে অভিহিত করেন নাসির উদ্দিন খান।

সিনেমার আরেক অভিনেতা শ্যামল জাকারিয়া বলেন, 'এখানে আমার চরিত্রটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। দর্শকরা পর্দাতেই সেটা বুঝবেন।'

সবমিলিয়ে প্রহেলিকা নিয়ে মাহফুজ আহমেদের পর্যবেক্ষণ হলো, 'মনা-অর্পা-জামশেদের রহস্য উন্মোচন করবে প্রহেলিকা। এটি সবার সিনেমা।'

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

7h ago