সবার আগে বর্জ্য অপসারণ করা ওয়ার্ড পাবে পুরস্কার: ডিএনসিসি মেয়র

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্মার্ট পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম পশুর হাটে ডিজিটাল লেনদেনের জন্য নির্মিত বুথ পরিদর্শন করেন এবং ডিজিটাল বুথে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র বলেন, 'গত বছর পরীক্ষামূলকভাবে স্মার্ট হাট শুরু করেছিলাম। জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা এ বছর ৮টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা রেখেছি। এখানে এসে দেখলাম, এক ক্রেতা যে গরুটি পছন্দ করেছেন সেটা কেনার জন্য প্রয়োজনীয় পরিমাণ টাকা তার সঙ্গে নেই। পরবর্তীতে তিনি ডিজিটাল পদ্ধতিতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে পছন্দের গরুটি কিনলেন। আবার একজন বিক্রেতা গরু বিক্রির এতো টাকা সঙ্গে বহন না করে হাটেই ডিজিটাল বুথে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে জমা করেন।'

তিনি বলেন, 'হাটের সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। হাটগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পশুর হাটের বর্জ্য পরিষ্কার করাসহ যেসব শর্ত দেওয়া হয়েছে ইজারাদারদের সেগুলো পালন করতে হবে। গত বছরও শর্ত ভঙ্গ করায় জরিমানা করেছিলাম। এ বছরও কোনো শর্ত ভঙ্গ করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের জামানত বাজেয়াপ্তও করা হবে।'

বৃক্ষরোপণে পশুর হাটের গোবর ব্যবহারের কথা উল্লেখ করে মেয়র বলেন, 'ডিএনসিসি থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। এ বছর কোরবানির পশুর হাট থেকে গোবর সংগ্রহ করে বৃক্ষরোপণে ব্যবহার করা হবে। ইতোমধ্যে গোবর সংগ্রহের কাজ শুরু হয়েছে।'

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, '৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে সেই ওয়ার্ডকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

30m ago