বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ৭ কিলোমিটার, ঢাকামুখী লেনে প্রায় ২২ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে মূলত উত্তরবঙ্গমুখী যানবাহন অগ্রাধিকার দিয়ে পার করায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে কমেছে যানবাহনের চাপ।
আজ বুধবার বিকেলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ৬-৭ কিলোমিটার যানজট ছিল।'
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৫০ মিনিট থেকে সেতুর পশ্চিম প্রান্তের টোল আদায় বন্ধ রাখা হয়েছে। সেতুর ৪ লেন দিয়ে উত্তরবঙ্গমুখী গাড়িগুলো পার করে দেওয়া হচ্ছে। ফলে ঢাকামুখী গাড়ি আসছে না।
সূত্র জানিয়েছে, সেতুর পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী ডেইলি স্টারকে জানান, পূর্ব প্রান্তে গাড়ির চাপ কমলেই ঢাকামুখী গাড়ি ছেড়ে দেওয়া হবে।
জাহিদ হাসান আরও বলেন, পূর্ব প্রান্তে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ কমে আসছে। দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।
Comments