যুক্তরাষ্ট্রের বালটিমোরে বন্দুক হামলায় নিহত ২, আহত অন্তত ২৮

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বালটিমোর শহরে রাতভর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ছবি: বালটিমোর পুলিশ বিভাগ
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বালটিমোর শহরে রাতভর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ছবি: বালটিমোর পুলিশ বিভাগ

 

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বালটিমোর শহরে রাতভর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ রোববার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের দক্ষিণে অবস্থিত এই শহরের ব্রুকলিন হোমস এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে মানুষ 'ব্রুকলিন দিবস' নামের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জমায়েত হয়।

৪৫ বালটিমোর সংবাদ চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে, একাধিক মানুষ গুলির আঘাতে নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংবাদ চ্যানেলটি আরও জানায়, পুলিশ ১০ জনকে হাসপাতালে নিয়ে যায়। আরও ১৯ ব্যক্তি নিজ উদ্যোগে হাসপাতালে গেছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, অন্তত ২০ থেকে ৩০টি গুলির শব্দ শুনেছেন।

Comments