আইসল্যান্ডে ১ দিনে ১৬০০ বার ভূমিকম্প

আইসল্যান্ড
ফাগরাদালসফজালে অগ্নুৎপাত দেখতে আসা পর্যটক। এখান সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল ২০২২ সালে। ছবি: এএফপি ফাইল ফটো

উত্তর-পশ্চিম ইউরোপের দেশ আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকের চারপাশে একদিনে ১ হাজার ৬০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

গতকাল বুধবার দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফাগরাদালসফজাল পর্বতের পাদদেশে ভূমিকম্প শুরু হয়। এই পর্বত আগ্নেয়গিরির ওপর থাকায় এখানে গত ২ বছরে ২ বার অগ্নুৎপাত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রায় ১ হাজার ৬০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে রাজধানী এলাকায়।

৪টি ভূমিকম্প ৪ মাত্রার বেশি ছিল উল্লেখ করে এতে আরও বলা হয়, পর্বত এলাকায় অগ্নুৎপাত হতে পারে।

যদিও এখনো পর্যন্ত অগ্নুৎপাতের কারণে ভূমিকম্পের লক্ষণ দেখা যায়নি তবে আগামী কয়েকদিনের মধ্যে তা ঘটার সম্ভাবনা আছে।

ইউরোপের সবচেয়ে বড় ও অধিকাংশ জীবন্ত অগ্নিগিরি আইসল্যান্ডে থাকায় দেশটিকে সব সময় অগ্নুৎপাতের ঝুঁকিতে থাকতে হয়।

২০২১ ও ২০২২ সালে ফাগরাদালসফজাল পর্বতের কাছে লাভা ছড়িয়ে পড়েছিল। এটি রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে।

প্রতি বছর হাজারো পর্যটক দেশটিতে জীবন্ত অগ্নিগিরি দেখতে আসেন।

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

1h ago