এক দফা আন্দোলনেই সরকার পতন হবে: মির্জা ফখরুল

শুক্রবার বিকেলে গণফোরাম-পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব। ছবি: সংগৃহীত

এক দফা আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে গণফোরাম-পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এক যৌথ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, 'আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই অবৈধ সরকারকে পরাজিত করে, তাদেরকে পদত্যাগে বাধ্য করব। এই সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে এই সরকারকে জনগণ বাধ্য করবে।'

মির্জা ফখরুল বলেন, 'সে হিসেবে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আগামীতে নতুন একটি সরকার, জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে পারব বলে বিশ্বাস করি।'

'একদফা' আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তকরণের বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'যুগপৎ আন্দোলনের আগামী দিনের কর্মসূচি কী হবে, সে বিষয়ে আজ আমরা আলোচনা করেছি। আপনারা জানেন আমরা কতগুলো দফা দিয়েছিলাম, যেসব দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। এটাকে কীভাবে কাছাকাছি আনা যায়, এক দফার আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কীভাবে শুরু করা যাবে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করেছি।'

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে এ বৈঠক হয়। বৈঠকে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, 'সামনে নির্বাচন। আমরা বলেছি, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং জনগণ সেটা গ্রহণ করবে না। সেই লক্ষ্যে এক দফার আন্দোলনে আমরা যাচ্ছি।'

তিনি বলেন, ''আজকের বৈঠকের মধ্য দিয়ে আমরা একমত হয়েছি যে আমরা খুব দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণা জাতির সামনে উপস্থাপন করব এবং তারপর আমরা দেশব্যাপী গণসম্পৃক্ততা নিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করব।'

'এ ব্যাপারে বাংলাদেশে যেমন জনমত সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক বলয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য-সহযোগিতা পাচ্ছি,' বলেন তিনি।

বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব ছাড়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

7h ago