সভার মঞ্চ ভেঙে পড়ে গেলেন কৃষকলীগ সভাপতি

ভেঙে পড়ার পর মঞ্চের সামনে খোলা জায়গায় বৃষ্টিতে ভিজে বক্তৃতা দেন কৃষকলীগ সভাপতি। ছবি: সংগৃহীত

গাজীপুরে কৃষকলীগের সভায় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেছেন বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ উপস্থিত নেতৃবৃন্দ।

পরে মঞ্চের সামনেই খোলা জায়গায় বৃষ্টিতে ভিজে বক্তৃতা করেন কৃষকলীগ সভাপতি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলা কৃষকলীগের আয়োজনে শহরের ধান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

মঞ্চ ভেঙে পড়ার তথ্য নিশ্চিত করে কৃষকলীগের কাপাসিয়া উপজেলা সভাপতি সুলতান উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঞ্চের পেছনে দুইটা খুঁটি নরম ছিল। মঞ্চ পেছনের দিকে কাত হয়ে পেছনের একটা ভবনের সিঁড়িতে গিয়ে ঠেকে।'

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।  

তৃণমূল কৃষকলীগ সু-সংগঠিত করতে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, 'বিএনপি জামাত যখনই ক্ষমতায় আসে তখন কৃষককে গুলি করে হত্যা করে। ১৯৯৫ সালে পয়সা দিয়ে সার কিনতে গিয়েছিল, তখন ১৮ জন কৃষককে হত্যা করেছিল বিএনপি জামাত। আবার ২০০৪ সালে কানসাটে কৃষক সমাজ বিদ্যুতের দাবি করেছিল, বিএনপি-জামাত তখন ২৪ কৃষককে গুলি করে হত্যা করেছিল বিএনপি-জামাত।'

সভায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী বলেন, 'এই এলাকায় আমাদের সিমিন হোসেন রিমিকে যারা অসম্মান করে, অপমানজনক কথা বলেন, তাদেরকে আপনারা ছেড়ে দেবেন না, প্রতিরোধ করবেন। তাজউদ্দীন আহমদের মেয়ে আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের।' 

সিমিন হোসেন রিমি বলেন, 'সাড়ে ১৪ বছরে উন্নয়ন বা অগ্রগতি বলেন, সব কিছু হলো আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচেষ্টায়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ২০২৪ সালের জানুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।'     

এদিকে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, কৃষকলীগ উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার মোল্লা, কৃষকলীগ উপদেষ্টা আলম আহমেদ, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খাঁনকে অনুষ্ঠানের দাওয়াত পত্রে না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। 

এ বিষয়ে কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ বলেন, 'স্থানীয় কৃষকলীগ নেতাদের কাছে জানতে চেয়েছি, তারা বলেছেন যে দাওয়াত দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Rampal fouling 2 Sundarbans rivers

The Rampal power plant began operation in late 2022 without an effluent treatment plant and has since been discharging untreated waste into the Pasur and Maidara rivers next to the Sundarbans.

4h ago