বাপের বাড়িতে বেড়াতে এসে বাবার হাতেই খুন

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাপাসিয়ার ধরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের কাপাসিয়া উপজেলার  বাবার হাতে এক মেয়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত স্মৃতি আক্তার (৩৫) তখন তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাপাসিয়ার ধরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ‍ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, স্মৃতি আক্তার তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছিলেন। তার বাবা সারফুদ্দিন একাধিক বিয়ে করেছেন। তিনি স্মৃতির মাকে কোনো ধরনের ভরণপোষণ দিতেন না। আজ সকালে সারফুদ্দিন স্মৃতির মায়ের লাগানো গাছের কাঁঠাল জোর করে বিক্রি করে দিতে চান। সে সময় স্মৃতি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সারফুদ্দিন মেয়েকে কুপিয়ে হত্যা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি ঘটেছে ধরপাড়া উত্তরপাড়া জামে মসজিদের পাশের কাঁঠাল বাগানে। দায়ের কোপে স্মৃতি আক্তারের এক হাত কাটা পড়েছে। তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। পালিয়ে গেছেন সারফুদ্দিন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Comments