চট্টগ্রাম

বর্জ্য পরিশোধন না করায় ইটিপি প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা জরিমানা

তরল বর্জ্য পরিশোধন না করে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করার অপরাধে এই জরিমানা করা হয়।
তরল বর্জ্য পরিশোধন করেনি ইটিপি প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত

তরল বর্জ্য পরিশোধন না করার দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) বেসরকারি একটি কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস এ আদেশ দেন।

আদেশে বলা হয়, তরল বর্জ্য পরিশোধন না করে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করার অপরাধে এই জরিমানা করা হয়।

অধিদপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিইপিজেডের চিটাগং ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস লিমিটেড (সিডব্লিউটিপিএল) প্রতিষ্ঠানটির কারখানায় নিজস্ব তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নেই। কিন্তু তাদের বর্জ্য পরিশোধন করার কথা ছিল।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিষ্ঠানটি তরল বর্জ্য পরিশোধন ছাড়াই তা পার্শ্ববর্তী খালে নির্গমন করে আসছিল। ইটিপি এলাকা থেকে নমুনা সংগ্রহ করে সেখানে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় এ জরিমানা করা হয়।'

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুল ইসলামকে ফোন করলেও তিনি ধরেননি।

Comments