সমাবেশ নিয়ে সরকারের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: বিএনপি

রুহুল কবির রিজভী
আজ মঙ্গলবার দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত

বিএনপির সমাবেশ নিয়ে সরকারের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ তুলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোনো বাধাই জনগণের মিছিলকে আর আটকাতে পারবে না।

আজ মঙ্গলবার দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার বসে নেই মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, 'অগণতান্ত্রিক সরকার তার অগণতান্ত্রিক আচরণ নিয়ে এখনো কাজ করছে। নানাভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।'

তিনি বলেন, 'বিএনপির প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, "বিএনপির সমাবেশ আগামীকাল ১২ জুলাই বুধবারের পরিবর্তে ২২ জুলাই শনিবার নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো যার যার অবস্থান থেকে সমাবেশ করবে"। এই বক্তব্যটি সম্পূর্ণ রূপে অসত্য, বিভ্রান্তিকর ও জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা।'

'সুপরিকল্পিতভাবে সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে। আমার ও সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের স্বাক্ষর দেখিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা ডাহা জালিয়াতি। আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো বিভ্রান্তিতে কান দেবেন না,' বলেন রিজভী।

তিনি আরও বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো ধরনের অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না। বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে ভীত হয়ে সরকারের পক্ষ থেকে এই অপপ্রচারগুলো চালানো হচ্ছে।'

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকালের সমাবেশে জনতার ঢল নামবে, এই সমাবেশ হবে ঐতিহাসিক—বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশে বিপুল জনসমাগম ঠেকাতে বাস-ট্রাক মালিকদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, 'সমাবেশে আসার জন্য নেতাকর্মীরা বাস ভাড়া নিয়েছিল, বাস মালিকরা সেই অগ্রিম টাকা ফেরত দিচ্ছে। এতেই বোঝা যায়, প্রশাসনকে নামানো হয়েছে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য। তবে কোনো বাধাই আর জনগণের মিছিলকে আটকাতে পারবে না।'

সমাবেশের প্রচারের সময় দলের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

বিভিন্ন দল ও জোটের কর্মসূচি

বুধবার দুপুর ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ১২ দলীয় জোট; একই সময় বিজয়নগর পানির ট্যাংকের পাশে আলরাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট; এলডিপি দলীয় কার্যালয়ে; গণফোরাম মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে; জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ (নুর) এবং গণঅধিকার পরিষদ (রেজা); জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য; নয়াপল্টন মসজিদ গলি বাংলাদেশ লেবার পার্টি; জাতীয় প্রেসক্লাব সামনে সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট; জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে গণতন্ত্র মঞ্চ তাদের কর্মসূচি পালন করবে।

Comments

The Daily Star  | English
rising gas prices impact in Bangladesh 2025

Rising gas prices threaten our investment prospects

The previous government not only turned the country into a net importer of energy, but also initiated a process to make it an import-dependent.

7h ago