বিএনপির এক দফা সংবিধান পরিপন্থী: শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, 'সংবিধান পরিপন্থী যেকোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।'

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি 'ঘোলা পানিতে মাছ শিকারের' পরিকল্পনা করছে।

বুধবার এক টুইটে শাহরিয়ার আলম বলেন, 'আমরা তা হতে দেবো না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।'

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে 'এক দফা' আন্দোলনের ঘোষণা দেবে। তারা দাবি করে আসছেন যেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার কথা রয়েছে দলটির। সম্মেলন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

Comments

The Daily Star  | English

Trump order doubles tariffs on India to 50%

Trump today ordered an additional 25 percent tariff on Indian goods over New Delhi's continued purchase of Russian oil

45m ago