চাঁদের উদ্দেশে ভারতের চন্দ্রযান-৩

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে জিএসএলভি মার্ক ৩ হেভি লিফট লঞ্চ ভেহিকলটি সফলভাবে চাঁদের উদ্দেশে রওনা হয়েছে।  ছবি: স্টেটসম্যান
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে জিএসএলভি মার্ক ৩ হেভি লিফট লঞ্চ ভেহিকলটি সফলভাবে চাঁদের উদ্দেশে রওনা হয়েছে। ছবি: স্টেটসম্যান

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে জিএসএলভি মার্ক ৩ হেভি লিফট লঞ্চ ভেহিকলটি সফলভাবে চাঁদের উদ্দেশে রওনা হয়েছে। এই প্রকল্পটি 'চন্দ্রযান-৩' নামে পরিচিত। 

আজ শুক্রবার ভারতের গণমাধ্যম স্টেটসম্যান এ তথ্য জানিয়েছে।

আশা করা হচ্ছে , ২৩ আগস্ট এই মহাকাশযান চাঁদে অবতরণ করবে। পৃথিবীর ১৪ দিনের সমতুল্য ১ চন্দ্র দিবস মহাকাশযানটি চাঁদের কাজ করবে।

ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের নাম দেওয়া হয়েছে চন্দ্রযান-৩। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদের বুকে মহাকাশযান অবতরণ করার এই প্রচেষ্টা হাতে নিয়েছে।

এর আগে ভারতের চন্দ্রযান ১ ও ২ নামে ২টি অভিযান ব্যর্থ হয়।

চন্দ্রাভিযানের আগে চন্দ্রযান-৩। ছবি: স্টেটসম্যান
চন্দ্রাভিযানের আগে চন্দ্রযান-৩। ছবি: স্টেটসম্যান

প্রায় ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চন্দ্রযান ৩ মহাকাশযান চাঁদে পৌঁছাবে।

চন্দ্রযান ৩ এর সঙ্গে আছে একটি ল্যান্ডার, একটি রোভার ও একটি প্রোপালশন মডিউল। সব মিলিয়ে এর ওজন ৩ হাজার ৯০০ কেজি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেন, 'এই অসামান্য অভিযান আমাদের জাতির আশা ও স্বপ্নকে ধারণ করবে।'

২০২০ সালে চন্দ্রযান ৩ এর সব প্রস্তুতি সম্পন্ন হলেও করোনাভাইরাস মহামারির কারণে এতদিন এই অভিযান মুলতবি ছিল।

 

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

5h ago