লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোয় প্রথমবারের মতো দেশে প্রতি ভরি স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে।
আগামীকাল থেকে স্বর্ণের দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের সহ-সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, 'স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কাস্টমসের নতুন ব্যাগেজ বিধিমালার কারণে স্বর্ণের প্রবাহ কমেছে।
এর আগে, গত ৭ জুন মূলত গয়না তৈরিতে ব্যবহৃত স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
নতুন করে আবারও দাম বৃদ্ধির ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য গ্রাহকদের ১ লাখ ৭৭৬ টাকা ব্যয় করতে হবে, যা আগের চেয়ে ২ দশমিক ৩৬ শতাংশ বেশি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য মনিটরিং সম্পর্কিত স্থায়ী কমিটি আজ নতুন দাম ঘোষণা করেছে।
Comments