ডাকাত ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

জয়নাল উদ্দিন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাত ঠেকাতে গিয়ে ছুরিকাহত নৈশপ্রহরী জয়নাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৮ বছর বয়সী এই বৃদ্ধ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

নিহত জয়নাল উদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের নৈশপ্রহরী ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে পাহারা দেওয়ার সময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

ভবন মালিক রাসেল মিয়া বলেন, নির্মাণাধীন ভবনটিতে রাখা নির্মাণ সামগ্রী পাহারা দেওয়ার জন্য জয়নাল মিয়াকে রাখা হয়। শুক্রবার দিবাগত রাতে ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন তিনি। তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায় ডাকাতদল। ভোরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করার কাজ করছে পুলিশ।

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago