দ্বিতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৪.৪ কোটি টাকা

টুরিস্ট সিম, রবি, পর্যটক,

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২৪ দশমিক ৪ কোটি টাকা মুনাফা করেছে রবি। কোম্পানিটি ফোরজি নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে দ্বিতীয় প্রান্তিকে ৭৬২ দশমিক ২ কোটি টাকা মূলধন বিনিয়োগ করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৪২ শতাংশ মার্জিনসহ আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এবং এমোর্টাইজেশন (ইবিআইটিডিএ) ১ হাজার ৬৫ দশমিক ৫ কোটি টাকা দাঁড়িয়েছে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ০৫ টাকা। রাষ্ট্রীয় কোষাগারে জমা ১ হাজার ৬৪৮ কোটি টাকা যা রবির ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে অর্জিত আয়ের ৬৬ দশমিক ৩ শতাংশ।

কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে ৮ লাখ গ্রাহক যুক্ত করার পর মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৪ লাখে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ শতাংশ। এই প্রান্তিকে রবি নেটওয়ার্কে মোট ১০ লাখ ডেটা ব্যবহারকারী যুক্ত হয়ে ডেটা ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখে উন্নীত হয়েছে, যা রবির মোট গ্রাহকের প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ।

দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানির সেলফ কেয়ার অ্যাপ ব্যবহারকারী ১ কোটি ৬০ লাখ (মাই রবি এবং মাই এয়ারটেল)। দ্বিতীয় প্রান্তিক শেষে রবির গ্রাহকদের ৬৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার করছিলেন, যার মধ্যে ৪৫ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী সেলফ কেয়ার অ্যাপ ব্যবহারকারী ছিলেন। এই প্রান্তিকে রবিতে মোট রিচার্জের ৪০ দশমিক ৫ শতাংশ ডিজিটালভাবে হয়েছে।

রবির সিইও রাজীব শেঠি বলেন, 'সামষ্টিক অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জে সত্ত্বেও কোম্পানির সামগ্রিক কার্যক্রমে আমরা সন্তুষ্ট। বিশেষ করে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে আমাদের আয়ের ৩৯ শতাংশ ডেটা ব্যবসা থেকে এসেছে, যা ডিজিটাল কোম্পানি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার সঠিক প্রতিফলন।'

তিনি আরও বলেন, '২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে আমাদের অর্জিত আয়ের একটা বড় অংশ বিভিন্ন ফি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে দিতে হয়েছে, যা আমাদের ব্যবসায় প্রভাব ফেলেছে। স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা আমরা প্রত্যাশা করি।'

চলতি বছরের প্রথমার্ধে রবির রাজস্ব, ইবিআইটিডিএ যথাক্রমে ৪ হাজার ৮৮৭ দশমিক ৬ কোটি টাকা এবং ২ হাজার ১১৭ দশমিক এক কোটি টাকায় পৌঁছেছে। প্রথম প্রান্তিকের ২৪ দশমিক ৪ কোটি টাকাসহ চলতি বছরের প্রথমার্ধ শেষে পিএটি ৬৬ দশমিক ৪ কোটি টাকায় পৌঁছেছে; প্রথমার্ধের জন্য (ইপিএস) ছিল দশমিক ১৩ টাকা।

বছরের প্রথম প্রান্তিকে ২১৫ দশমিক ৯ কোটি টাকা মূলধনী বিনিয়োগসহ চলতি বছরের প্রথমার্ধে মোট ৯৭৮ দশমিক ২ কোটি টাকা মূলধনী বিনিয়োগ করেছে রবি। প্রথম প্রান্তিকে এক হাজার ১০৩ দশমিক ৮ কোটি টাকা পরিশোধ করার পর, সরকারি কোষাগারে বছরের প্রথমার্ধ শেষে জমা মোট ২ হাজার ৭৮৮ দশমিক ১ কোটি টাকা, যা একই সময়ের জন্য কোম্পানির রাজস্বের ৫৭ শতাংশ ছিল।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

6h ago