সমাবেশ শেষে গুলিস্তানে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের ৩ সংগঠনের সমাবেশ শেষে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। তবে তিনি আওয়ামী লীগ কর্মী কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে ৩ জন পথচারী বলে জানা গেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় সমাবেশ শেষে ফেরার পথে গুলিস্তানের গোলাপ শাহ এলাকায় কেরানীগঞ্জ আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৈকত হাসান বিপ্লব দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের অনুসারীদের সমাবেশের মধ্যে হাতাহাতি হয়। সমাবেশ শেষে ফেরার পথে গোলাপ শাহ মাজারের কাছে শাহীনের অনুসারীদের ওপর হামলা হয়।'
তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ১ জনের মৃত্যুর তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ছুরিকাঘাতে আহত ১ জনকে হাসপাতালে আনা হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষে ১ জনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে খবর নিচ্ছি।'
এর আগে, গত ১২ জুলাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের পরও কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল।
related nid="500546" layout="left"]
Comments