পাইলট ও এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ

পাইলট ও এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিজস্ব অর্থায়নে তরুণদের যুক্তরাষ্ট্র ও ভারতে প্রশিক্ষণ দিয়ে পাইলট ও এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে। 

আবেদন করতে হবে ২০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে। 

স্টুডেন্ট পাইলট পদে আবেদনের যোগ্যতা 

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ থাকার পাশাপাশি ইংরেজি, পদার্থ বিজ্ঞান, সাধারণ ও উচ্চতর গণিতে এ প্লাস থাকতে হবে। 'ও' লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং 'এ' লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড-বি।

  • স্নাতক পাস অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
  • প্রার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে।
  • আবেদনের সময় প্রার্থীর বয়স হতে হবে ১৭-২৫ বছর।

উচ্চতা ও মেডিকেল

মেয়েদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং ছেলেদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীদের শারীরিকভাবে সুস্থ হতে হবে। সিএএবি ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেটধারী হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

প্রার্থীকে অধুমপায়ী, নন-অ্যালকোহলিক এবং যেকোনো খারাপ আসক্তিমুক্ত হতে হবে। যেকোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সব পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের নির্ধারিত ফ্লাইং স্কুলে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

আবেদন যেভাবে

স্টুডেন্ট পাইলট পদে আগ্রহী প্রার্থীরা https://studentpilot.usbair.com/ ওয়েবসাইটে গিয়ে আদেবন করতে পারবেন। 

ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ২৪ বছর। 

বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫ থাকার পাশাপাশি এসএসসি ও এইচএসসিতে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতে জিপিএ ৪ দশমিক ৫ থাকতে হবে। 'ও' লেভেলে পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং 'এ' লেভেলে গণিত, রসায়ন, ইংরেজি ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম ২ বিষয়ে গ্রেড-বি থাকতে হবে।

  • প্রার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে।
  • আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৪ বছর।
  • ন্যূনতম উচ্চতা ১৬২ সেন্টিমিটার। প্রার্থীর ওজন বিএমআই এর উচ্চতার আনুপাতিক হারে হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
  • অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে।
  • যেকোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নির্বাচন প্রক্রিয়ায় মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সব পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় ভারতের নির্ধারিত ফ্লাইং ট্রেনিং স্কুলে পাঠানো হবে।

বেতন ও অন্যান্য সুবিধা 
যারা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ট্রেনিং সফলভাবে শেষ করতে পারবেন, তারা ইউএস বাংলায় নিয়োগ পাবেন। বেতন মাসে ২ লাখ টাকা। আরও যেসব সুবিধা পাবেন-

  • ২টি উৎসব বোনাস
  • প্রভিডেন্ট ফান্ড
  • মেডিকেল ইনসুরেন্স
  • সম্পূর্ণ বিনা খরচে খাবারের ব্যবস্থা
  • বিমান টিকেট
  • প্রফিট বোনাস

আবেদন যেভাবে। আগ্রহী প্রার্থীরা https://tame.usbair.com/ ওয়েবসাইটে গিয়ে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন। 

পদগুলোতে আবেদন করতে কোনো খরচ নেই। 

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago