রাজধানীর যেসব এলাকায় শুক্রবার বিএনপির গণমিছিল

বিএনপির অবরোধ

'এক দফা' আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা পৃথকভাবে গণমিছিলের আয়োজন করবে।

মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হবে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে। রামপুরা হয়ে এটি শেষ হবে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের কাছে।

মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হবে কমলাপুর স্টেডিয়াম থেকে এবং শেষ হবে মালিবাগ রেলগেটে।

আজ বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ২টি গণমিছিল হবে এক দফা দাবিতে।

মির্জা ফখরুল ঢাকা উত্তরের গণমিছিলে অংশ নেবেন। তার সঙ্গে আরও থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। 

ঢাকা দক্ষিণের গণমিছিলে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান প্রমুখ।

এর আগে গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপিসহ সমমনা জোটগুলো অবস্থান কর্মসূচি পালন করেছিল। 

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎ ভাবে 'এক দফা'র ঘোষণা দেয়। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

3h ago