মহাসমাবেশের আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতার কারা হেফাজতে মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী এক বিএনপি নেতা মারা গেছেন। নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দুই দিন আগে বিএনপি নেতা আবুল বাশারকে (৩৬) পুলিশ গ্রেপ্তার করেছিল বলে তার পরিবার জানিয়েছে।

বাশারকে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই আসামি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক।

খবর পেয়ে হাসপাতালে আসেন বাশারের ভাই মো. শাহ আলম। তিনি জানান, বাশার ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি পশ্চিম মালিবাগ ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। পল্টনে বিএনপির মহাসমাবেশের দুই দিন আগে গত ২৬ জুলাই মালিবাগের সাফেনা হাসপাতালের সামনে থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, 'আজ জানতে পারি আমার ভাইকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে ভাইয়ের মৃতদেহ দেখতে পাই।'

তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায়। তিনি পশ্চিম রামপুরা বসতি এলাকায় থাকতেন। মালিবাগ কাঁচাবাজারে তার চায়ের দোকান ছিল বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

Now