ভাগনার প্রধান প্রিগোশিনের ‘বন্ধু’ জেনারেল সুরোভিকিন বরখাস্ত

রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন দেশটির বিমানবাহিনী প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছেন। ফাইল ছবি: এএফপি
রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন দেশটির বিমানবাহিনী প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছেন। ফাইল ছবি: এএফপি

রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন দেশটির বিমানবাহিনী প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক পর্যায়ে রুশ সেনাবাহিনীর সার্বিক নেতৃত্বেও ছিলেন তিনি। এছাড়াও, ভাড়াটে সেনার দল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বন্ধু ও ঘনিষ্ঠ মিত্র হিসেবেও তিনি পরিচিত।  

আজ বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একজন প্রখ্যাত রুশ সাংবাদিক ও গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ইখো মসকভি (ইকো অব মস্কোর) রেডিওর সাবেক এডিটর ইন চিফ আলেক্সেই ভেনেডিকটভ তার টেলিগ্রাম চ্যানেলে মঙ্গলবার এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের বরাত দিয়ে জানান, সুরোভিকিনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোন একটি পদে কর্মরত থাকবেন।

এই প্রজ্ঞাপন এখনো জনসম্মুখে প্রকাশ পায়নি। তবে একাধিক রুশ জাতীয়তাবাদী সামরিক ব্লগার সুরোভিকিনের অপসারণের বিষয়ে কথা বলেছেন।

২০২২ এর অক্টোবর থেকে ২০২৩ এর জানুয়ারি পর্যন্ত সুরোভিকিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের সর্বাধিনায়কের ভূমিকা পালন করেন। তিনি ২০২২ এর নভেম্বরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে সমালোচিত হন।

ভাড়াটে সেনার দল ভাগনারের বিদ্রোহ অবসানের পর সুরোভিকিনকে আর জনসম্মুখে দেখা যায়নি।

জনশ্রুতি রয়েছে, সুরোভিকিন ছিলেন রুশ সেনাবাহিনীতে ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের সবচেয়ে কাছের মিত্র।

বিদ্রোহের সময় সুরোভিকিনের একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় তিনি প্রিগোশিনকে অনুনয় বিনয় করে আত্মসমর্পণের অনুরোধ জানান।

ভাগনার বিদ্রোহ অবসানের পর বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, বিদ্রোহে মদদ দেওয়ার অভিযোগে সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত চলছে।

এক সামরিক ব্লগার বলেন, 'সুরোভিকিন যদি বরখাস্ত হয়ে থাকেন, তাহলে এতে নতুন কিছুই নেই, কারণ ২৪ জুন প্রিগোশিন বিদ্রোহ করার পরপরই রুশ কর্তৃপক্ষ তাকে ক্ষমতাচ্যুত করে।'

সুরোভিকিন সিরিয়ার গৃহযুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়ে 'জেনারেল আরমাগেডন' হিসেবে পরিচিত পান।

২০২২ এর অক্টোবরে ইউক্রেন যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পেলেও পরবর্তীতে ২০২৩ এর জানুয়ারিতে এই পদ জেনারেল গেরাসিমভকে দেওয়া হয়। 

 

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

5h ago