ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির সঙ্গে ‘স্বপ্ন’
রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে যুক্ত হয়েছে রিটেইল চেইন সুপারশপ 'স্বপ্ন'।
গত ২২-২৪ আগস্ট ৩ দিন রাজধানীর মিরপুর শেওড়াপাড়া, মিরপুর ১, কাজীপাড়া, মনিপুরসহ বেশ কিছু এলাকায় ডিএনসিসির সঙ্গে কাজ করেছে 'স্বপ্ন'।
এসব এলাকার অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস, সচেতনতামূলক লিফলেট বিতরণের কাজ করেছে 'স্বপ্ন' ।
'স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির নাসির বলেন, 'ডেঙ্গু প্রতিরোধে প্রাইভেট সেক্টরের এগিয়ে আসা উচিত বলে মনে করি। তাই সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে স্বপ্নর স্বেচ্ছাসেবী কর্মীরা যোগ দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গু মোকাবিলায় একযোগে কাজ করছেন।'
এই কার্যক্রম শুরুর আগে স্বপ্নের ট্রেনিংয়ে ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেয়। ট্রেনিং পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা আলী।
Comments