শিশু গৃহকর্মীর মরদেহ: ‘পুরো শরীরে জখমের চিহ্ন’

সেন্ট্রাল রোডের এই ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধারকৃত গৃহকর্মীর মরদেহের ময়নাতদন্তে তার সম্পূর্ণ শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গতকাল শনিবার ভবনের অ্যাপার্টমেন্ট নম্বর ই-১ থেকে ৮ বছর বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তার মুখে কাপড় ও টেপ পেচানো ছিল।

৭তলা ভবনটির ব্যবস্থাপক মফিজুর রহমান জানান, ওই অ্যাপার্টমেন্টে নিজের ৪ বছর বয়সী সন্তানকে নিয়ে থাকতেন সাথী পারভিন (৪০)। নিহত মেয়েটি ৩ বছর ধরে ওই অ্যাপার্টমেন্টে কাজ করতো।
ঘটনার পর থেকে সাথী পলাতক।

আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সূত্র জানায়, শিশুটির পুরো শরীরে জখমের চিহ্ন রয়েছে। এসব জখমের সবগুলো নতুন নয়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় আজ দুপুরে পুলিশ বাদী হয়ে হত্যা সার্থীকে আসামি করে মামলা করেছে। তবে, সাথীকে এখনো গ্রেপ্তার করা যায়নি এবং তার অবস্থানও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, 'আমাদের সন্দেহ, মৃত্যুর আগে শিশুটিকে নির্যাতন করা হয়েছে।'

নিহত শিশুটির পরিচয় এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ। কোনো স্বজনের খোঁজ না পাওয়ায় শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
BNP protests for Ishraque Hossain in Dhaka

Ishraque supporters protest in different parts of Dhaka

Protesters assembled at Matsya Bhaban, Kakrail and Jatiya Press Club, demanding that Ishraque be immediately sworn in as the mayor of the DSCC

35m ago