ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কারাগারে

স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ক্ষমতাসীন দলের তৃণমূল পর্যায়ের নেতা মো মনসুর মোল্লাকে (৫৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন বিকেলে উপজেলার রেশমবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনসুর মোল্লার বাড়ি শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল গ্রামে। তার বাবা মৃত আব্দুর রশিদ মোল্লা।

নজরুল বলেন, 'মনসুর মোল্লার বিরুদ্ধে একই গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজ মামলা দায়ের হয়। এর পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আদালত তাকে হাজতে নেওয়ার আদেশ দিয়েছেন।'

মামলার নথি অনুসারে, গত ২৪ আগস্ট চর বেলতৈল গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মনসুর। সে সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'তার বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ অনেকবার উঠেছে।'

তিনি আরও জানান, মনসুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago