এশিয়া কাপ ২০২৩

এটা তিনশো রানের উইকেট ছিল না: সাকিব

Shakib Al Hasan
ছবি: বিসিবি

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার সময় সাকিব আল হাসান বলছিলেন, উইকেট দেখে তার বেশ ভালো মনে হচ্ছে। আগে ব্যাট করে তাই শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে চান। কিন্তু ম্যাচ শেষে হতাশ মুখে বাংলাদেশ অধিনায়ক জানালেন, পাল্লেকেলের উইকেট মোটেও তিনশো রানের ছিল না। ২২০-২৩০ রান করলেই খেলাটা বের করতে পারতেন তারা।

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা হলো চরম হতাশার। আগে ব্যাটিং বেছে সাকিবরা করতে পারেন স্রেফ ১৬৪ রান। ১১ ওভার আগে ওই রান টপকে পাঁচ উইকেটে জিতে যায় শ্রীলঙ্কা।

বড় এই হারে এশিয়া কাপের সুপার ফোর এখন শঙ্কায় বাংলাদেশের। বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে কথা বলতে এসে সাকিব জানান, বড় ঘাটতি ছিল ব্যাটিংয়ে, 'হ্যাঁ এটা ৩০০ রানের উইকেট ছিল না। আমাদের ২২০-২৩০ রান দরকার ছিল খেলাটা বের করতে।'

চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না তামিম ইকবাল। অসুস্থতার কারণে থাকতে পারেননি লিটন দাস। দুই মূল ব্যাটারের অনুপস্থিতিতে দায়িত্বটা নিতে না পারায় দায় নেন সাকিব,  'হ্যাঁ আমার দায়িত্ব ছিল, আমি পারিনি। ব্যাটিংয়ে আমাদের চেষ্টা ভালো হয়নি। আমাদের বড় ম্যাচ সামনে আছে।'

অল্প পুঁজি নিয়েও অবশ্য লড়াইয়ের স্বপ্ন দেখছিলেন সাকিব। ৪৩ রানে ৩ উইকেটও পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। তবে সাদেরা সামারাবিক্রমা আর চারিথা আসালাঙ্কার জুটিতে পরে হতে হয় হতাশ,  'তাদের যখন ৩ উইকেট পড়ল ( ৪৩ রানে) তখন আরও দুইটা উইকেট দরকার ছিল, যা আমরা নিতে পারিনি তখন। তবে বোলাররা ভালো করেছে, বোর্ডে পর্যাপ্ত রান ছিল না আসলে।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago