উন্নয়নের ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে: আমীর খসরু

বাংলাদেশের বৈদেশিক ঋণ,
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আগামী দিনে বৈদেশিক ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত 'বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার' শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে—সে প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, 'বাংলাদেশের মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল, অত সহজ না কি? বাংলাদেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে তাদের ভোটাধিকারের জন্য। গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য। লক্ষ মানুষের হৃদয়ে এই আন্দোলন দোলা দিচ্ছে।'

তিনি আরও বলেন, 'প্রত্যেক দিন জিজ্ঞাসা করে আর কয় দিন? বাংলাদেশের জনগণ প্রত্যেক দিন প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে। কারণ পুরো বিষয়টা তাদের সহ্যের বাইরে চলে গেছে। অনেকে দুবেলা খেতে পারছে না। অনেকে ধার করে চলছে। অনেকে মাছ-গোস্ত ছেড়ে দিয়ে সবজি খেয়ে চলছে। অনেক পরিবার চিকিৎসা করাতে পারছে না। লেখাপড়া করাতে পারছে না।'

আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, 'ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। বড় বড় প্রকল্পের টাকা লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) হিসাবে প্রত্যেক বছরে ৭-৮ বিলিয়ন টাকা তারা বাইরে নিয়ে গেছে। অর্থাৎ এই ১৪-১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার নিয়ে গেছে ১ লাখ কোটি টাকার উপরে তারা বিদেশে পাচার করেছে।'

সরকারের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে খসরু বলেন, 'এখন টাকা ছাপিয়ে এই যে উন্নয়নের কথা বলছে কিন্তু বাংলাদেশের মানুষের ওপর যে ঋণের দায় দিয়ে যাচ্ছে তারা; তাদের লুটপাটের কারণে এই দায় বাংলাদেশের মানুষকে আগামী দিন শুধতে হবে। এই ঋণ এত গুণ বেড়েছে যে, আগামী দিনে এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে।'

গত ১৫ বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে এর চেয়ে অনেক বেশি উন্নয়ন করা সম্ভব বলেও এ সময় মন্তব্য করেন আমীর খসরু।

তিনি বলেন, 'গণতান্ত্রিক সরকার থাকলে এর থেকে কয়েক গুণ বেশি উন্নয়ন হতো। দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হতো। দেশের মানুষকে উচ্চ মূল্যে কেনাকাটা করতে হতো না। আজকে দেশের মানুষকে ভয়-ভীতির মধ্যে থাকতে হতো না। দেশের মানুষকে তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার হারাতে হতো না।'

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago