অপ্রত্যাশিতভাবে সংকুচিত হচ্ছে কানাডার অর্থনীতি

কানাডা
ছবি: রয়টার্স ফাইল ফটো

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে কানাডার অর্থনীতি। এই সময়ে উত্তর আমেরিকার শিল্পোন্নত এই দেশটির প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ।

গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে বলেছে, গত জুলাইয়ে কানাডার প্রবৃদ্ধি ছিল প্রায় শূন্যের কোঠায়।

এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা কাটাতে কানাডার কেন্দ্রীয় ব্যাংককে এগিয়ে আসতে হতে পারে।

ব্যাংক অব কানাডার পূর্বাভাসে বলা হয়েছিল যে, বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, বিশ্লেষকরা মনে করেছিলেন তা হতে পারে ১ দশমিক ২ শতাংশ।

গত মে মাসের তুলনায় জুনে জিডিপি কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।

নর্থ আমেরিকান ইকোনোমিস্ট ফর ক্যাপিটাল ইকোনোমিকসের উপ-প্রধান স্টেফেন ব্রাউন বার্তা সংস্থাটিকে বলেন, 'কানাডা ইতোমধ্যে মাঝারি ধরনের অর্থনৈতিক মন্দায় পড়েছে। আগামী সপ্তাহে ব্যাংক অব কানাডা সুদের হার অপরিবর্তিত রাখবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ দেখা দিয়েছে।'

দেশটির পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিকস কানাডা জানিয়েছে, আবাসন খাতে বিনিয়োগ কমার পাশাপাশি রপ্তানি ও নাগরিকদের প্রতিদিনকার খরচ কমে যাওয়ায় অর্থনীতিতে এই মন্দা দেখা দিয়েছে।

সংস্থাটি আরও জানায়, নতুন অবকাঠামো কম গড়ে উঠায় এবং পুরনো অবকাঠামো সংস্কার কম হওয়ায় আবাসন খাতে বিনিয়োগ কমেছে।

গত জুনে কানাডায় কয়েকটি অঞ্চলে দাবানল সৃষ্টি হওয়ায় তা দেশটির খনি, পাথরশিল্প ও রেল যোগাযোগের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে।

এসব কারণে কানাডীয় মুদ্রার দাম মার্কিন ডলারের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। শিল্পোন্নত অন্য ১০ দেশের মুদ্রার বিপরীতেও কানাডীয় ডলারের দাম কমেছে।

বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান অর্থনীতিবিদ ডগ পোর্টার রয়টার্সকে বলেন, 'সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে যে তৃতীয় প্রান্তিকেও ইতিবাচক প্রবৃদ্ধি আনতে কানাডাকে বেগ পেতে হবে।'

Comments

The Daily Star  | English

'Most of them had lost parts of their skulls'

167 admitted to National Institute of Neurosciences & Hospital during July uprising, doctor tells ICT-1

Now