কানাডায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা

কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে 'বেশ কয়েকজন নিহত' হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি স্ট্রিট ফেস্টিভ্যালে এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু পরে ই. ৪১ অ্যাভিনিউ ও ফ্রেজারে একটি স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন এক চালক।
তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পুলিশ।
Comments