এশিয়া কাপ ২০২৩

আফগান চ্যালেঞ্জ মাথায় রেখে প্রস্তুত বাংলাদেশ দল

Chandika Hathurusingha

হারলেই ধরতে হবে দেশে ফেরার ফ্লাইট, জিতলেও থাকতে হবে অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় হারের পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতেই তাই এমন সমীকরণের সামনে বাংলাদেশ দল। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে জানালেন, প্রতিপক্ষের শক্তি বিবেচনায় চ্যালেঞ্জটা ভালোভাবেই জানা আছে বাংলাদেশের।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে প্রথম ম্যাচ হারের পরদিনই পাকিস্তানের লাহোরে পৌঁছান সাকিব আল হাসানরা। রোববার গাদ্দাফী স্টেডিয়ামে রশিদ খানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াই।

ম্যাচের গুরুত্ব আর প্রতিপক্ষের শক্তি, দুটিই বাংলাদেশকে রেখেছে চিন্তায়। তবে তাতে কুঁকড়ে না গিয়ে সেই চ্যালেঞ্জ নিতে দলের প্রস্তুতির খবর দিলেন হাথুরুসিংহে, 'আফগানিস্তানের বোলিং অ্যাটাক পৃথিবীর অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিরুদ্ধে খেলেছি। ব্যাটাররা সাফল্য পেয়েছে কিছু। এটা নির্ভর করছে ওই দিনে আপনি কীভাবে পারফর্ম করছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।'

চলতি বছর বাংলাদেশে এসে বাংলাদেশকে সিরিজে হারিয়ে গেছে। ফজল হক ফারুকি, রশিদ খান, মুজিব-উর রহমানদের বিপক্ষে বিস্তর ভুগতে হয়েছে স্বাগতিক ব্যাটারদের। প্রতিপক্ষের প্রতি তাই সমীহ না দেখানোর কোন কারণ নেই, 'আমি আগেও যেমন বলেছি, তাদের অন্যতম সেরা বোলিং অ্যাটাক আছে, বিশেষত সীমিত পরিসরের ক্রিকেটার। তাদের দুজন বিশ্বমানের স্পিনার আছে, ভালো পেসারও আছে।'

চোটে তামিম ইকবালের অনুপস্থিতির সঙ্গে অসুস্থতায় লিটন দাস ছিটকে যাওয়ায় বাংলাদেশের ওপেনিং একদমই অনভিজ্ঞ। প্রথম ম্যাচে দুই আনকোরা ওপেনিং জুটিতে আসেনি সাফল্য। তবে যারা আছেন তাদেরই সমর্থন যুগিয়ে যাওয়া ছাড়া আপাতত কোন উপায় নেই কোচের,  'টপ-অর্ডারে এরকম অভিজ্ঞতা না থাকা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ইনজুরি নিয়ে কিছু করতে পারি না। এখানে যারা আছে, তাদেরই সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই নেওয়া হয়েছে।'

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago