এশিয়া কাপ ২০২৩

এক ইনিংসেই বাংলাদেশের যত কীর্তি

ছবি: টুইটার

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি পেয়েছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৪ রান তুলেছে তারা।

রশিদ খান-মুজিব উর রহমান-ফজলহক ফারুকিদের নিয়ে গড়া আফগান বোলিং আক্রমণের ওপর চড়াও হয়ে বেশ কিছু কীর্তি গড়েছে বাংলাদেশ। সেগুলো তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য:

* ওয়ানডেতে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ ও সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামে ৮ উইকেটে ৩৩৩ রান তুলেছিল তারা।

* এই সংস্করণে আফগানিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রানের পুঁজি। আগের সর্বোচ্চ ছিল ৪ উইকেটে ৩০৬ রান। গত বছর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওই সংগ্রহ পেয়েছিল তারা।

* ওয়ানডেতে এই নিয়ে পঞ্চমবারের মতো একই ম্যাচে বাংলাদেশের দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন। আহত অবসরে যাওয়ার আগে ১১৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন ওপেনিংয়ে সুযোগ পাওয়া মিরাজ। রানআউট হওয়া শান্তর ব্যাট থেকে আসে ১০৪ রান। চারে নেমে ১০৫ বল মোকাবিলায় ৯ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। সবশেষ ২০২০ সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের দুজন (তামিম ইকবাল ও লিটন দাস)।

* অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ১৯০ বলে ১৯৪ রান আনেন মিরাজ ও শান্ত। এশিয়া কাপে যে কোনো উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। আগের কীর্তিটি ছিল জুনায়েদ সিদ্দিকি ও ইমরুল কায়েসের দখলে। ২০১০ সালে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়েছিলেন তারা।

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

7h ago