চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের জন্য এবি ব্যাংকের কর্মশালা

বন্দর নগরীর নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি আরব বাংলাদেশ (এবি) ব্যাংক।  

রোববার নগরীর চট্টগ্রাম ক্লাবে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক তারিক আফজাল। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংকের কর্পোরেট অ্যান্ড এসএমই বিভাগের প্রধান ইফতেখার এনাম আওয়াল।

প্রশিক্ষণে নারীদের জন্য ব্যাংকিং চ্যানেলের সুবিধা ঋণ এবং ব্যবসায় খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান ও স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। 
 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago