সরকারি চাকরি

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ১৯৮ জনের চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।  

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ২৮ পদে ১৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।  

পদের নাম ও পদসংখ্যা

  • সিস্টেম অ্যানালিস্ট ১টি
  • প্রোগ্রামার ১টি
  • সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১টি
  • বৈজ্ঞানিক কর্মকর্তা (বিভিন্ন) ৪২টি
  • এস্টিমেটর ১টি
  • পরিবহন কর্মকর্তা ১টি
  • বৈজ্ঞানিক সহকারী ৩৫টি
  • কম্পিউটার অপারেটর ২টি
  • অফিস সহকারী কাম হিসাবরক্ষক ৮টি
  • অফিস সহকারী ৭টি
  • স্টোর কিপার কাম অফিস সহকারী ১টি
  • ভাণ্ডার রক্ষক ৯টি
  • ইলেকট্রিশিয়ান ৩টি
  • বুলডোজার ড্রাইভার ১টি
  • গাড়িচালক ৭টি
  • ট্রাক ড্রাইভার ২টি
  • পাওয়ার টিলার ড্রাইভার ২টি
  • ম্যাশন ১টি
  • প্লাম্বার ১টি
  • ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট - ১৪টি
  • প্রিপেয়ারার ২টি
  • ক্যাশ সরকার ১টি
  • সহকারী বাবুর্চি ১টি
  • রুম অ্যাটেনডেন্ট ১টি
  • চেইনম্যান ১টি
  • হ্যামারম্যান ১টি
  • অফিস সহায়ক ১৬টি
  • সিকিউরিটি গার্ড ৩৪টি

বয়সসীমা

আবেদনকারীর বয়স ২০ জুলাই ২০২৩ তারিখে এক নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর, দুই নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর, ৩ থেকে ২৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। 

তবে ৩ থেকে ২৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদগুলোর জন্য মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক http://bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ সেপ্টেম্বর সকাল ৯টা।
আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড নম্বর থেকে ২টি এমএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ক্রমিক ১ থেকে ৪ নম্বর পদের জন্য  ৬৬৯ টাকা, ক্রমিক ৫ হতে ৬ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ক্রমিক-৭ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা, ক্রমিক ৮ হতে ১৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ক্রমিক নম্বর ১৮ থেকে ২৮ নম্বর পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। 

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments