৯ ব্যাংকে সিনিয়র অফিসার পদে আবেদন শেষ শুক্রবার

ব্যান্ডউইথ আমদানি
অলঙ্করণ: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে আবেদনের সময় শেষ হচ্ছে শুক্রবার।

এসব প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট এক হাজার ৫৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৪২২ জন, অগ্রণী ব্যাংকে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৯০, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২৬, কর্মসংস্থান ব্যাংকে ২৪, বেসিক ব্যাংক পিএলসিতে ২০, প্রবাসী কল্যাণ ব্যাংকে সাতজন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১৯ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
  • এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
  • গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
  • কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
  • প্রার্থীর বয়সসীমা গত বছরের ১৮ নভেম্বর সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদন ফি জমা দেবেন কীভাবে জানতে ক্লিক করুন।

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

14m ago