উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে নেই জেমিসন

KANE WILLIAMSON
ছবি: রয়টার্স

চোট কাটিয়ে ফেরার পথে থাকা কেইন উইলিয়ামসন বিশ্বকাপ দলে থাকবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। তাকে অধিনায়ক রেখেই ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে জায়গা পাননি কাইল জেমিসন, এডাম মিলনে, ফিন অ্যালেনের মতো তারকা।

সোমবার, আগে থেকে নির্ধারিত তারিখে বিশ্বকাপ দল জানিয়ে দিয়েছে কিউইরা। পেস অলরাউন্ডারসহ দলে আছেন ছয় পেসার। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা মিলনেকে বিবেচনা করা হয়নি, বিবেচিত হননি আরেক গতিময় পেসার জেমিসনও।

এই দুই পেসারই বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে। নিউজিল্যান্ড আগ্রাসী ব্যাটার ফিন অ্যালেনকেও নেয়নি দলে, দলে জায়গা পেয়েছেন গ্লেন ফিলিপস, জিমি নিশামরা।

বরাবরের মতই পেস আক্রমণের মূল ভরসা থাকবেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট আর লকি ফার্গুসেন। আছেন ম্যাট হেনরি। এছাড়া মিডিয়াম পেস করতে পারেন ড্যারেল মিচেল এবং নিশামও।

স্পিন আক্রমণও তাদের শক্তিশালী। লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে অভিজ্ঞ মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রের মতো দুজন বাঁহাতি স্পিনার আছেন। এছাড়া ফিলিপস করতে পারেন অফ স্পিন বোলিং।

ব্যাটিংয়ে উইলিয়ামসনের সঙ্গে টপ ল্যাথাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যানরা দলের বড় ভরসা। সেখানে বিবেচিত হননি টিম সেইফার্ট।

অনেক তারকার মধ্যে সেরা ১৫ জন বেছে নিতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানা দলটির কোচ গ্যারি স্টেড, 'এরকম টুর্নামেন্টে ১৫জন বেছে নেওয়ার কার সব সময়ই বিশেষ। যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য বড় সম্মান দেশকে প্রতিনিধিত্ব করার।'

'কেইন (উইলিয়ামসন), টিমের (সাউদি) জন্য এটা চতুর্থ বর আসর হবে, যাদের একদম প্রথম তারা নিশ্চয়ই অনেক রোমাঞ্চিত থাকবে।'

'আমরা চেষ্টা করেছি স্কোয়াডে ভারসাম্য রাখতে। সব দিক যাতে কাভার হয় সেই চেষ্টা করেছি। আশা করি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে।'

৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসেন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago