সাইবার নিরাপত্তা বিল সংসদে পাস

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস হয়েছে। আজ বুধবার তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর 'বিতর্কিত' সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পেশ করা হয়।

সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটি যাচাই-বাছাই শেষে তাদের প্রতিবেদন সংসদে জমা দেয়।

সরকার গত ৭ আগস্ট জানায় যে, তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে 'রূপান্তর' এবং আধুনিকায়ন' করার সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে সাইবার নিরাপত্তা আইন। যেখানে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে। গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে।

 

Comments

The Daily Star  | English

4,000 ASIs to join police force before election: IGP

No lottery system for civil service postings, says senior secretary to public administration ministry

7m ago